রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত বিভাগগুলোয় পিএইচডি বেড়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত বিভাগগুলোয় পিএইচডি বেড়েছে

দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত বিভাগগুলোয় পিএইচডি বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি এই উচ্চতর ডিগ্রি দেওয়া হয়েছে আরবি বিভাগ থেকে। আর সবচেয়ে কম বাংলা বিভাগে। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫২০তম সিন্ডিকেট সভায় ৩০টি পিএইচডি ডিগ্রি অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরমধ্যে কলা অনুষদ থেকে পেয়েছে ৮ টি; যেখানে শুধু আরবি বিভাগ থেকেই পেয়েছে ৫টি। একই সময়ে কৃষি অনুষদের সব বিভাগ মিলিয়ে পেয়েছে মাত্র ৫টি পিএইচডি। বিপরীতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ মিলিয়ে পিএইচডি ডিগ্রী পেয়েছে মাত্র ২ জন। যেখানে প্রকৌশল অনুষদ থেকে একটিও পিএইচডি আসেনি। অন্যদিকে, ২০২২ সালের ১৩ জানুয়ারি ৫১০তম সিন্ডিকেট সভায়ও ৩০টি অভিসন্দর্ভ পিএইচডি ডিগ্রি লাভ করে। এর মধ্যে কলা ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে ছিল ১২টি। একই সময়ে বিজ্ঞান, প্রকৌশল ও কৃষি মিলিয়ে অভিসন্দর্ভ ছিল মাত্র ৬টি। আর ২০১৮ সালের ৭ এপ্রিল অনুষ্ঠিত ৪৭৮তম সিন্ডিকেটে ৫৭টি পিএইচডি ডিগ্রি অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। যেখানে সব অনুষদ, ইনস্টিটিউটকে পেছনে ফেলে ১৬টি পিএইচডি ডিগ্রি দেওয়া হয় কলা অনুষদভুক্ত কয়েকটি বিভাগের বিপরীতে। যা বেশ কয়েকটি ইনস্টিটিউটের প্রাপ্ত মোট পিএইচডির সমান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *