ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আতঙ্ক শুরু হয়েছেঃজাতীয় পার্টি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন
জুন ৭, ২০২৩ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আতঙ্ক শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।সোমবার (৮ মে) বিকেলে বনানীতে নিজ কার্যালয়ে বিকল্পধারার শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, আমরা সব নির্বাচনে অংশ নিচ্ছি। প্রার্থীরা বলছেন, নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ইভিএম চাপিয়ে দিচ্ছে। প্রার্থীদের মধ্যে ইভিএম আতঙ্ক শুরু হয়েছে। অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশন বলেই যাচ্ছে ইভিএমকে ভয় পাবেন না।তিনি বলেন, দেশের মানুষ কিন্তু বোকা না। তারা মনে করেন, ইভিএম দিয়ে সরকার যাকে খুশি বিজয়ী ঘোষণা করতে পারে। তারা ভোট দিলেও সরকারি দল, না দিলেও সরকারি দলই পাস করছে। সরকার, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সবাই ইভিএম ব্যবহার করে সরকারের ইচ্ছামত ফলাফল ঘোষণা করার ব্যবস্থা করছে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চাইলে ইভিএম বাদ দিয়ে নির্বাচন দিতে হবে। কোনো সিটি নির্বাচনেই ইভিএম দেওয়া ঠিক হবে না।জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। একটি দল খারাপ কিছু করলে পরবর্তীতে অন্য দল ক্ষমতায় এসে তা আরও বাড়িয়ে দেয়। দোষ-ত্রুটির দিক থেকে কেউ কারও চেয়ে কম না। মানুষের ভোটাধিকার যত দিন না থাকবে তত দিন রাজনীতিবিদদের কাছে মানুষের প্রয়োজন নেই। তাই বিকল্প একটি শক্তি প্রয়োজন। জাতীয় পার্টি সেই বিকল্প শক্তি হতে চেষ্টা করছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।