ভারত থেকে ১৪শ টনের বেশি পেঁয়াজ এসেছে

ভারত থেকে ১৪শ টনের বেশি পেঁয়াজ এসেছে

আমদানির অনুমতি পাওয়ার প্রথম দিনেই ভারত থেকে ১৪শ টনের বেশি পেঁয়াজ এসেছে। এর ফলে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।সোমবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত দেশের তিনটি স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ দেশ ঢোকে।দীর্ঘ আড়াই মাস পর এদিন ভারত থেকে মোট ১৪৫৭ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১ হাজার ৯৭ টন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৩০০ টন ও দিনাজপুরের হিলি দিয়ে ৪০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বিষয়টি স্থলবন্দরগুলোর কাস্টমস কর্মকর্তা ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে।
এতদিন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে এর দাম অনেক বেড়ে যায়। স্থানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৮৫ থেকে ১০০ টাকায়। পেঁয়াজের ঝাঁজে দিশেহারা হয়ে পড়েন ক্রেতারা। তবে পুনরায় আমদানি শুরু হওয়ার খবরে পেঁয়াজের দাম এখন স্থানভেদে ১০ থেকে ২৫ টাকা কমেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *