বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে আদালত বলেন, এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে। কোনো ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই সেখানে।
বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এক রিটের শুনানিতে সোমবার (৫ জুন) হাইকোর্ট এ মন্তব্য করেন। রিটের শুনানিতে ছিলেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী।রিটকারী বিএনপি নেতা আজিজুল বারী হেলালের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। শুনানিতে তিনি বলেন, হেলালের বিরুদ্ধে অনেকগুলো রাজনৈতিক মামলা রয়েছে। আজিজুল বারী হেলালের লিভারে সমস্যা হয়েছে। কিন্তু বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন।এ সময় আদালত বলেন, এই হাসপাতালের নামের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যুক্ত করে বঙ্গবন্ধু নামেরই বেইজ্জতি করা হয়েছে। আজিজুল বারী হেলালের আইনজীবী নিতাই রায় চৌধুরীর উদ্দেশে বলেন, আপনি তো জাতীয় রাজনীতি করেন, আবার বারের রাজনীতিও করেন। আপনারা অনেক দিন শাসন করেছেন। কিন্তু একটি ভালো মানের হাসপাতাল তৈরি করতে পারেননি। বিএনপি, আওয়ামী লীগ কোনো সরকারই দেশে একটি ভালো মানের হাসপাতাল তৈরি করতে পারেনি। আপনারাও (বিএনপি) পারেননি, বর্তমান যারা শাসন করছে তারাও পারেনি। সব জায়গায় দুর্নীতিবাজে ভরে রেখেছেন। বিএসএমএমইউএর বিষয়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কে এম কামরুল কাদের বলেন, কিছু দিন আগে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ভদ্রলোকের যাওয়ার পরিবেশ নেই।
শেষে আদালত বিএনপি নেতা আজিজুল বারী হেলালের বিদেশ যাওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।

Posted inস্বাস্থ্য ও চিকিৎসা