1. [email protected] : thebanglatribune :
জাপানের বিপক্ষে ১-৫ গোলে হেরে ষষ্ঠ হয়েই সন্তুষ্ট - The Bangla Tribune
মার্চ ২৯, ২০২৪ | ১২:২১ পূর্বাহ্ণ

জাপানের বিপক্ষে ১-৫ গোলে হেরে ষষ্ঠ হয়েই সন্তুষ্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, জুন ২, ২০২৩

বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি খেলতে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সেই সুযোগ হারায় বাংলাদেশের যুবারা।
এদিকে বাংলাদেশ চূড়ান্ত পর্বে জায়গা করতে না পারলেও পঞ্চম স্থান অর্জনের সুযোগ ছিল। কিন্তু পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও জাপানের বিপক্ষে ১-৫ গোলে হেরে ষষ্ঠ হয়েই সন্তুষ্ট থাকল মামুন-উর-রশিদের শিষ্যরা। জাপান-বাংলাদেশ ম্যাচে বিজয়ী দলের হয়ে তানাকা দুটি এবং শিগেয়ামা, সায়েকি ও মাতসুজাকি একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি শোধ দেন তাসিন আলী। জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া থেকে তিনটি দেশ অংশগ্রহণ করে থাকে। স্বাগতিক হিসেবে ওই প্রতিযোগিতায় মালয়েশিয়া সরাসরি খেলার কারণে এশিয়া কাপের বাকি তিন সেমিফাইনালিস্টের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020