৪৪তম বিসিএসের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৯ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির সূত্রে জানা গেছে, আগামী ১১ জুনের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে হিসেবে তিন সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করবে। এদিকে, চলতি সপ্তাহে প্রিলির খাতা মূল্যায়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।
এর আগে ২৫ দিনের ৪৪তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে প্রিলির ফল প্রকাশের রেকর্ড। তবে ৪৫তম বিসিএসে এই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে চায় পিএসসি। সবচেয়ে কম সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে চায় পিএসসি। ওই সূত্র আরও জানায়, গত রবিবার পর্যন্ত প্রথম পৃষ্ঠা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবারের (১ জুন) মধ্যে দ্বিতীয় পৃষ্ঠা মূল্যায়নের কাজ শেষ হবে। এরপর ওএমআর শিটগুলো স্ক্রিনিং করা হবে। আগামী ১১ জুনের মধ্যে এই বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহে ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হবে। আগামী ৯ জুনের মধ্যে ফল প্রকাশের কথা। তবে আমরা ১১ জুন পর্যন্ত সময় ধার্য করেছি। সবকিছু ঠিক থাকলে ১১ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে চাই। কবে ফল প্রকাশ করা হবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব না হলেও ৪৪তম বিসিএসের প্রিলির ফল প্রকাশে যে সময় লেগেছিল তার চেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।

Posted inজবস এন্ড ক্যারিয়ার শিক্ষা