প্র্রাইম অ্যামাজনে আমেরিকান সিরিজ সিটাডেল শেষ পর্যন্ত জমলো না। প্রিয়াঙ্কা চোপড়ার এই সিরিজটি নিয়ে অনেকেরই কৌতুহল ছিল। প্রকাশের আগে প্রচারণাতেও বেশ হাইপ তৈরি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াসহ গোটা টিম। কিন্তু কোনো কৌশলই যেন কাজ করলো না!
তবে ভারতীয় গণমাধ্যম প্রিয়াঙ্কার এই সিরিজের কল্যাণে বেশ কিছু মুখরোচক হেডলাইন পেয়ে যায়। কেন প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে চলে যেতে বাধ্য হলেন? কার হুমকিতে তার বলিউডে কাজ করা হলো না। শাহরুখের সঙ্গে তিনি প্রেম করতে চাননি, শাহরুখই তাকে অফার করেছিল ইত্যাদি। তবে ইন্টারভিউতে শাহরুখের নাম উচ্চারণ না করলেও কারো বুঝতে বাকি থাকে না যে প্রিয়াঙ্কা শাহরুখরকেই ইঙ্গিত করছেন। প্রিয়াঙ্কার জীবনে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় শাহরুখকে নিয়ে। সেই থেকে একেবারে শাহরুখ ও গৌরীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক অনেক দুরত্বের।

Posted inবিনোদন