বিনোদন জগৎ হঠাৎ করেই তীব্র গুঞ্জনে ভারী হয়ে উঠেছে। বিচ্ছেদ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। ওপার বাংলার প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজারে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে দুজনের নতুন সংসার? তবে অভিনেত্রীর মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রচার হওয়া সংবাদের ভিত্তি নেই বলে দাবি করেছেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনো অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সৃজিত। তিনি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। সৃজিত জানান, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু চাউর হয়েছে, তার কোনোরকম ভিত্তি নেই। তিনি শুটিংয়ে ব্যস্ত। তাই এসব নিয়ে মাথা ঘামাতে চান না।
এছাড়া রোববার বিকালে মধ্যপ্রদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এ পরিচালক ক্যাপশনে লিখেছেন, ‘টাইম ট্রাভেল শুরু।’ আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘নিজের শর্তে…’।
এদিকে শনিবার (২৭ মে) সৃজিতের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন উঠার পরই বাংলাদেশি সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এ খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ অর্থাৎ, এর কোনো ভিত্তি নেই।