ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির ২৩তম আসরে জয়া

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির ২৩তম আসরে জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিপুণ অভিনয়ের মাধ্যমে পেয়েছেন তারকাখ্যাতি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির ২৩তম আসর। ওই আসরে উপস্থিত ছিলেন সালমান খান থেকে শুরু করে ভিকি কৌশল, রিতেশ দেশমুখ, আইফা অ্যাওয়ার্ড’র ২৩তম আসরে বাংলাদেশ থেকে যোগ দেন অভিনেত্রী জয়া আহসান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আইফা অ্যাওয়ার্ড’র গল্প’। ছবিতে জয়া আহসানকে দেখে বোঝাই যাচ্ছে বলিউডের এই সব তারকাদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে বেশ খুশি তিনি।
যেখানে তাকে দেখা গেছে বলিউডের আলোচিত অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। এ ছাড়াও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও ছিলেন জয়ার সঙ্গে। এই বাঙালি নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, ‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার ছবিতে অভিষেক হয় জয়া আহসানের। টলিউড জার্নির প্রায় এক দশক পূর্ণ হয়েছে। লম্বা এই অধ্যায়ে অর্জনের পাল্লা যথেষ্ট ভারী তার। দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া আহসান। তার ধারাবাহিকতায় শুক্রবার (২ জুন) জয়া অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। সিনেমাটির নাম ‘অর্ধাঙ্গিনী’।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *