ফারিয়ার ‘আবার বিবাহ অভিযান’ সিনেমা মুক্তি

ফারিয়ার ‘আবার বিবাহ অভিযান’ সিনেমা মুক্তি

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে তিনি ঢালিউডের চেয়ে টালিউডে বেশি কাজ করেছেন। তারই প্রমাণ মিললো বৃহস্পতিবার (২৫ মে) পশ্চিমবঙ্গে ফারিয়ার আরও একটি সিনেমা ‘আবার বিবাহ অভিযান’ মুক্তির মধ্য দিয়ে।
বর্তমানে ফারিয়া কলকাতায় অবস্থান করছেন। আরেকটি নতুন খবর জানা গেল যে, নতুন আরও একটি প্রজেক্টে যুক্ত হয়ে গেলেন এই অভিনেত্রী। বুধবার (২৪ মে) ছবির আনুষ্ঠানিক মহরত হয়ে গেছে। তবে এটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এটি নির্মাণ করছেন বাবা যাদব। যিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। মহরতের কয়েকটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। যেখানে তাকে নির্মাতা, নায়কসহ টলিউডের আরও একাধিক তারকা ও কুশলীর সঙ্গে দেখা গেছে। আর ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার পরবর্তী কাজ।’
নতুন সিনেমার সঙ্গে ফারিয়ার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা সোমরাজ মাইতিকে। যিনি টিভি সিরিয়ালে খুবই জনপ্রিয়।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া ‘আবার বিবাহ অভিযান’ হলো ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’র দ্বিতীয় কিস্তি। এটি নির্মাণ করেছেন সৌমিক হালদার। এই ছবিতে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার ও সৌরভ দাস প্রমুখ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *