জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল এমএ মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি

জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল এমএ মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (এম.এ) মাদরাসায় কম্পিউটার ল্যাব অপারেটর-১ জন, বিজ্ঞানে আলিম/এইচএসসি ২য়। ল্যাব সহকারী ১ জন, বিজ্ঞানে দাখিল/এসএসসি ২য়। (৩য় বার ) উল্লেখিত ২টি পদে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থাকতে হবে। নিরাপত্তাপ্রহরী ও আয়া ১ জন করে জেডিসি/জেএসসি। প্রতিপদের জন্য ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক- ড্রাফট এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।

ইতোপূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নাই।

যোগাযোগ:- অধ্যক্ষ, ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল এমএ মাদরাসা, ডাকঘর: গাউছিয়া মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *