বজ্রপাতে দুই কৃষক নিহত

বজ্রপাতে দুই কৃষক নিহত

কু‌ড়িগ্রা‌মের উলিপুর ও চিলমারী উপজেলায় বজ্রপা‌তে দুই কৃষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৩ মে) বি‌কে‌ল সাড়ে ৫টার দিকে মাঠে কাজ কর‌তে‌ গি‌য়ে তা‌দের মৃত‌্যু হয়।

নিহতরা হলেন, উলিপু‌র শাহাজালাল (৪৫) অপরজন চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় অবরু শেখ (৫০)।
রাণীগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস‌্য বাচ্চু মিয়া জান‌ান, তার ওয়া‌র্ডের চর উদনায় ধান কাট‌তে গিয়ে চার কৃষক বজ্রপা‌তে আহত হয়ে‌ছেন। এ সময় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়ার প‌থে অবরু শেখ মারা যান। প‌রে অন‌্যদের উলিপুর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়‌ছে। আহতরা হ‌লেন, ফুলবাবু, আম্মর আলী ও আশরাফুল ইসলাম।

অপর‌দি‌কে, উলিপুর উপজেলায় বাদাম ক্ষে‌তে কাজ কর‌তে গি‌য়ে থেতরাই ইউনিয়‌নের চর গোড়াইপিয়ারে শাহাজালাল না‌মের এক কৃষ‌কের মৃত‌্যু হয়ে‌ছে। তি‌নি দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার র‌হিজউদ্দিনের ছে‌লে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে প‌ু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *