1. [email protected] : thebanglatribune :
৪ জনশিক্ষক নিয়োগ দিবে ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল এম. এ মাদরাসা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১০:৫৩ পূর্বাহ্ণ

৪ জনশিক্ষক নিয়োগ দিবে ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল এম. এ মাদরাসা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, মে ২৩, ২০২৩

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদরাসায় মুফাচ্ছির ১ জন, ফকিহ ১জন, আদিব ২ জন দেওয়া হবে।

ইনডেক্সধারী অভিজ্ঞতা ৮ বছর।

মুফাচ্ছির, ফকিহ ও আদিব পদে ২০০০ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।

ইতোপূর্বে আবেদনকারীগণ আবেদন করার প্রয়োজন নাই।

যোগাযোগ:- অধ্যক্ষ, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল এম. এ মাদরাসা, ডাকঘর: গাউছিয়া মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020