আবারও রাজনীতির মাঠে সরব হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ অ্যাড. আজমত উল্লা খানের সমর্থনে গত বৃহ¯পতিবার পোস্টার বিলি করার ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন।
ক্যাপশনে মাহী লিখেছেন, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাড. আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে আজ নগরীর ১৯, ২১, ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের কাছে বিনয়ের সাথে ভোট চেয়ে গণসংযোগ। মাহি বলেন, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খানকে নৌকা মার্কায় জয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণাতে আমি থাকবো।