ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জন্য ফের দুঃসংবাদ এলো।

বাংলা ট্রিবিউন
মে ২৩, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জন্য ফের দুঃসংবাদ এলো। এবার দলটির আরেক প্রথম সারির নেতা পদত্যাগের ঘোষণা দিলেন। খরর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিরিন মাজারি পিটিআই থেকে আজ পদত্যাগ করেছেন। এ নিয়ে ৯ মের পর ইমরানের দলের প্রথম সারির অনেক নেতাই পদত্যাগ করলেন।

গত ৯ মে ইসলামাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আকস্মিক গ্রেপ্তার হন ইমরান খান। যদিও তিনি দুই দিনের মাথায় জামিনে মুক্তি পান। তবে তার গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। সেইসঙ্গে তার দলের বহু নেতাকর্মীকে জেলে ভরানো হয়।

গত কয়েকদিনে শিরিন মাজারিকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে বলে নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে। এরপরেই তিনি আজ পদত্যাগের কথা জানালেন।

আজ এক সংবাদ সম্মেলনে মাজারি ৯ মে ইমরান খান গ্রেপ্তার পরবর্তী সহিংসতার নিন্দা জানান। তিনি বলেন, ‘আমি ৯ মে সহিংসতার কড়া নিন্দা জানাই। আমি সবসময় যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই।’

এ সময় মাজারি বলেন, আমি শুধু এ দল ছাড়ছি না রাজনীতিও ছাড়ছি। এখন থেকে আমি আর কোন দলের অংশ নই। পিটিআইএর এ সাবেক সিনিয়র নেতা জানান, ১২ দিন আটক থাকার পর তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।

এদিকে আজ পিটিআই প্রধান দাবি করেছেন, তার দলের কোনো নেতাই স্বেচ্ছায় পদত্যাগ করছে না, তাদের বাধ্য করা হচ্ছে এবং তা অস্ত্রের মুখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।