1. [email protected] : thebanglatribune :
অর্থমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ - The Bangla Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৩ | ২:০৮ অপরাহ্ণ

অর্থমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, মে ২৩, ২০২৩

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ সোমবার (২২ মে) বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অর্থমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অগ্র্রগতি তাতে জাপানের সাথে আমাদের ব্যাপক অংশীদারিত্ব থেকে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে ‍গৃহিত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টিও উল্লেখ করেন। জাপান বাংলাদেশে আরো অধিক পরিমানে বিনিয়োগে আগ্রহী বলেও তিনি আশা ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020