লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচে ভ্যালেন্সিয়ার সমর্থকদের দ্বারা শিকার হন বর্ণবৈষ্যমের। এতোটায় বর্ণবৈষ্যমের শিকার হন যে ম্যাচ বন্ধ রাখতে হয় ১০ মিনিট। সেইসঙ্গে রেফারি রিকার্ডে ডি বারগোস বেনগয়েস্কা স্টেডিয়ামের কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন বর্ণবাদী মন্তব্য বন্ধ করার জন্য মাইকে ঘোষণা দিতে। এমন ঘটনায় ভিনিসিয়াসকে সমর্থন করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সোমবার (২২ মে) এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘ভিনিসিয়াসের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ফুটবল বা সমাজে বর্ণবাদের স্থান নেই। যেসব খেলোয়াড় এ ধরনের পরিস্থিতিতে পড়বেন, ফিফা তাদের পাশে থাকবে। ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ ম্যাচের ঘটনাগুলো দেখাচ্ছে যে বিষয়টি এভাবেই হওয়া দরকার। যে কারণে ফিফা প্রতিযোগিতায় তিন–ধাপ প্রক্রিয়া চালু আছে, যা সব ধরনের ফুটবলে প্রচলনের পরামর্শও দেওয়া হয়েছে।’
ফিফা সভাপতির পাশাপাশি ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বর্ণবাদ বন্ধে ফিফাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, ফিফা, স্প্যানিশ লিগ ও অন্য দেশগুলোর লিগ কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত। ফুটবল স্টেডিয়ামে ফ্যাসিবাদ ও বর্ণবাদকে আমরা আধিপত্য বিস্তার করতে দিতে পারি না।’