ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

সভাপতির হাতে শিক্ষক লাঞ্ছিত

বাংলা ট্রিবিউন
মে ২২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্র রাজু আহমেদের হাতে খন্দকার ফরহাদ হোসেন নামের এক সহকারী শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রাজু আহমেদ এবি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র।

ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্র রাজু আহমেদ ও সহকারী শিক্ষক খন্দকার ফরহাদ হোসেন।
জানা যায়, ওই সহকারী শিক্ষক কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তার বেতন কাটার কথা বলেন। বিষয়টি ওই শিক্ষক স্থানীয় সংসদ সদস্যকে জানালে সংসদ সদস্য বেতন না কাটার জন্য সভাপতিকে বলেন।

অভিযোগ উঠেছে, রোববার দুপুরে সভাপতি বিদ্যালয়ের অফিস রুমে এসে ওই শিক্ষককে এমপির কাছে নালিশ করার কথা জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে ওঠে। লালপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষক সাংবাদিককে বলেন, উভয়েরই কিছু ভুল ছিলো। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

তবে, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অভিযুক্ত রাজু আহমেদ হাতাহাতির ঘটনা অস্বীকার করেন। তিনি সাংবাদিককে বলেন, উনি আমার শিক্ষক ছিলেন। কিছু ভুল বুঝাবুঝির কারণে একটু কথা কাটাকাটি হয়েছে। তবে তা সঙ্গে সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে।

মন্তব্য জানতে ভুক্তভোগী শিক্ষক খন্দকার ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।