আগামী জুনে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-ডি মারিয়ারা। এক টুইটবার্তায় চূড়ান্ত সূচি প্রকাশ আর্জেন্টিনা।চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
এরপর ইন্দোনেশিয়ায় আরও একটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। বেইজিংয়ে আগামী ১৫ জুন ওয়ার্কাস স্টেডিয়ামে সকারুজদের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের শেষ ষোল’তে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে মেসির গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল । আর আগামী ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে অংশ নিবে আর্জেন্টিনা।