1. [email protected] : thebanglatribune :
সহসুপার নিয়োগ দিবে ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদরাসা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৩ | ৩:৫৮ অপরাহ্ণ

সহসুপার নিয়োগ দিবে ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদরাসা

  • প্রকাশের সময় : সোমবার, মে ২২, ২০২৩

সর্বশেষ সরকারি বিধি মোতাবেক ও বেসরকারি শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিধি অনুযায়ী শূন্য পদে সহকারী সুপারিনটেনডেন্ট ১ জন ও সৃষ্টপদে নিরাপত্তাকর্মী ১ জন আবশ্যক।

সহকারী সুপারিনটেনডেন্ট পদের জন্য ২০০০ টাকা এবং নিরাপত্তাকর্মী পদের জন্য ১০০০টাকার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য (সোনালী ব্যাংক লি: সাতগাঁও শাখার অনুকূলে মাদরাসার নামে) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপারিনটেনডেন্ট ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদরাসা, সিক্কা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার বরাবর আবেদন করতে হবে।

যোগাযোগ:- সুপারিনটেনডেন্ট, ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদরাসায়, সিক্কা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

মোবাইল:-01309129778

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020