কুমিল্লার লাকসামে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রৌশন বিনতে শফিক (৪৪) নামে এক শিক্ষিকা আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম পৌরসভা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রৌশন লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক জানতে পেরেছি। তদন্ত শেষ হওয়া আগে স্পষ্ট কিছু বলতে পারব না। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।