1. [email protected] : thebanglatribune :
সহসুপার নিয়োগ দিবে সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

সহসুপার নিয়োগ দিবে সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসা

  • প্রকাশের সময় : বুধবার, মে ১৭, ২০২৩

সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসায় সহকারী সুপারিনটেনডেন্ট শূন্য পদে ১জন কামিল (২য় বিভাগ) পাস সহকারী মৌলভী হিসাবে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা ইবতেদায়ি প্রধান পদে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

পত্রিকায় প্রকাশের ১৫ দিনের মধ্যে উল্লেখিত ঠিকানায় সকল মূল সনদের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ আবেদন করতে হবে ।

বি: দ্র: সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোন ১ টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে।

যোগাযোগ:- সুপার/সম্পাদক, সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসা, ডাকঘর- বাঁশকাইট, উপজেলা- মুরাদনগর, জেলা-কুমিল্লা।

মোবাইল : 01309106052

সূত্র : ১৪ মে ২০২৩, নয়াদিগন্ত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020