নোবেল বিজয়ী ড. ইউনূসের কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ

ড. ই্উনূস। ফাইল ছবি

ড. ই্উনূসের ১১শ’ কোটি টাকার কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ মে) কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (৭ মে) হাইকোর্টকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ২০১২-১৭–এই পাঁচ বছরে ১১০০ কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে।

শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (৮ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে, গত ৩ এপ্রিল এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন রাখা ছিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *