যশোরে আইনজীবীদের পোশাক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধর করার ঘটনায় অভিযুক্ত আইনজীবী আরতি রানি ঘোষকে কারণ দর্শাতে বলা (শোকজ) হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মারছে। এ সময় এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছে। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিল। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে আইনজীবী আরতি রানী ঘোষের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।