ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

টিআরপির শীর্ষে এখনও ‘জগদ্ধাত্রী’

বাংলা ট্রিবিউন
মে ৯, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

একদিন পিছিয়ে শুক্রবার সামনে এল টলিপাড়ার রিপোর্ট কার্ড। টিআরপি তালিকায় প্রথম পাঁচটি স্থান অপরিবর্তিটিআরপির শীর্ষে এখনও ‘জগদ্ধাত্রী’ত। হ্যাঁ, তেমন পরিবর্তন প্রথম পাঁচ সিরিয়ালে নজরে এল না। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা চমক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। প্রথমবারের মতো ‘খেলনা বাড়ি’কে হারিয়ে দিয়ে স্লট লিড করল কমলা ও পৃথ্বীরাজের গল্প। যা বড় পাওনা দুই খুদে শিল্পী অয়ন্যা ও সুকৃতের কাছে।

তাঁদের রসায়নে চোখ আটকে সকলের। সেই ম্যাজিকে ভর করেই দীর্ঘদিন পর সন্ধ্যা ৬.৩০টার স্লট উদ্ধার করল স্টার জলসা। এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে এই মেগা। প্রাপ্ত নম্বর ৫.৮। খেলনা বাড়ির নতুন জেনারেশন সেভাবে মনে দাগ কাটেনি। ফলস্বরূপ নির্মাতাদের ১৫ বছর টাইম লিপের সিদ্ধান্ত ডাহা ফেল! সেরা দশের তালিকায় শীর্ষস্থান অপরিবর্তিত। আইপিএলের মরসুমে সূর্য-দীপাকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। ৮.৩ নম্বর নিয়ে এ সপ্তাহে প্রথম এই মেগা। শুরু থেকেই টিআরপি তালিকায় দুর্দান্ত ফল করে এসেছে অঙ্কিতা মল্লিক অভিনীত এই সিরিয়াল। মাঝে বেশ কয়েক সপ্তাহ দ্বিতীয় স্থানে আটকে যাচ্ছিল, অবশেষে সেই ফাঁড়া কেটেছে। দু-নম্বরে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, সংগ্রহে ৭.৮ নম্বর। তৃতীয়স্থান বরাবরের মতো ‘গৌরী এলো’র (৭.৪) দখলে। লখনউ অভিযানের উপর ভর করে চার নম্বর জায়গা ধরে রেখেছে পর্ণা-সৃজন। নিম ফুলের মধু’র প্রাপ্ত নম্বর ৭.২। ‘রাঙা বউ’ রয়েছে পাঁচ নম্বরে।
এক নজরে সেরা ১০-এর তালিকা:
০১. জগদ্ধাত্রী (৮.৩), ০২. অনুরাগের ছোঁয়া (৭.৮), ০৩. গৌরী এলো (৭.৪), ০৪. নিম ফুলের মধু (৭.২), ০৫. রাঙা বউ (৬.১), ০৬. মেয়েবেলা (৫.৮)/কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.৮), ০৭. বাংলা মিডিয়াম (৫.৭), ০৮. গাঁটছড়া (৫.৫)/পঞ্চমী (৫.৫), ০৯. খেলনা বাড়ি (৫.৪)/হরগৌরী পাইস হোটেল (৫.৪), ১০. এক্কা দোক্কা (৫.১)/সোহাগ জল (৫.১)।
সেরা দশের তালিকাতে না থাকলেও জমে উঠেছে মিঠাই বনাম রামপ্রসাদের লড়াই। সন্ধ্যা ৬টার স্লটে এতদিন একচেটিয়া রাজত্ব চলেছে মিঠাই-এর। তবে এবার বোধহয় সেই আধিপত্য খতম হওয়ার পালা। দ্বিতীয় সপ্তাহেই ‘মিঠাই’কে প্রায় ধরে ফেলল সব্যসাচী চৌধুরীর ‘রামপ্রসাদ’। এই পিরিয়ড ড্রামার সংগ্রহে ৩.৫ নম্বর, অন্যদিকে ‘মিঠাই’-এর ঝুলিতে রয়েছে ৪.১। মাত্র ০.৬-এর ব্যবধানে এগিয়ে স্লট ধরে রেখেছে মিঠাইরানি। আগামীতে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বেশ স্পষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।