ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে

বাংলা ট্রিবিউন
মে ৯, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ক্যাম্পাস প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মো. মমিনউল্লাহ মমিন নামে এক ডিশ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না দিতে পারলে ডিশের ব্যবসা বন্ধ রাখতে এবং প্রাণনাশের হুমকিও দেয় ছাত্রলীগ নেতা।  এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী মো. মমিনউল্লাহ মমিন আমবাগান এলাকার ডিশ ব্যবসায়ী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার বাসিন্দা হাজী মো. ফজর আলীর ছেলে।

অভিযুক্তরা হলেন জাবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শান্ত মাহবুব এ

জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ‘আমবাগান ক্যাবল নেটওয়ার্ক’ নামে ডিস ব্যবসা করেন মমিনউল্লাহ মমিন। তবে গত ১৫ এপ্রিল অভিযুক্ত শান্ত মাহবুব ও হাছিবুর রহমান আমবাগান এলাকায় গিয়ে ব্যবসায়ী মমিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া চাঁদার টাকা না দিতে পারলে ডিশের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ‘আমবাগান ক্যাবল নেটওয়ার্কের’ দেওয়া ডিশের সংযোগ কেটে দেন অভিযুক্তরা। পরে গত পহেলা মে আমবাগান এলাকায় লাইনম্যান খাইরুল ইসলাম ডিশ লাইনের বিল উত্তোলন করতে গেলে হাছিবুর রহমান তাকে উঠিয়ে নিয়ে মারধর করে সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। আর কখনো বিল তুলতে গেলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয় ছাত্রলীগ নেতা হাছিবুর।

ডিশ ব্যবসায়ী মমিন বলেন, দেড় মাস ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েকজন নেতা ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগের নেতা শান্ত মাহবুব ও হাছিবুর রহমানসহ আরও ৭-৮ জন ব্যবসা বন্ধ রাখতে হুমকি দিয়ে গেছে। তবুও আমরা ব্যবসা পরিচালনা করায় ডিশের লাইন কেটে দিয়েছে এবং লাইনম্যানকে তুলে নিয়ে যায়। ফলে গত একমাস যাবৎ ডিশ ব্যবসা একেবারেই বন্ধ আছে। ব্যবসা করলে প্রাণনাশেরও হুমকিও দেয়।

লাইনম্যান খাইরুল ইসলাম বলেন, মে মাসের ১ তারিখ ডিশের বিল তুলতে গেলে, হাছিব আমাকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে মারধর করেন। এছাড়া আমার সঙ্গে থাকা সাড়ে ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। যদি ডিশের কাজে আমবাগান কিংবা ক্যাম্পাসে যাই, তাহলে জবাই করে ফেলবে বলে হুমকি দেয়।

অভিযুক্ত শান্ত মাহবুব বলেন, বিষয়টি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট কাহিনী। তারা ভিত্তিহীন অভিযোগ দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।