ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ইমরান খান গ্রেফতার : পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক

বাংলা ট্রিবিউন
মে ৯, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

sharethis sharing button

ইমরান খান এক সময় ক্রিকেটার হিসেবে বিশ্ব কাঁপিয়েছেন। খবরের শিরোনাম হয়েছেন। রাজনীতিতে নেমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। এখন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে গ্রেফতার হয়ে আরেকবার ইতিহাসের খাতায় নাম লেখালেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টোর মতো বিশ্বমানের নেতাদের তালিকায় তার নাম উঠে এসেছে। গতকাল মঙ্গলবার থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের শিরোনাম তিনি। তাকে গ্রেফতারের পর পাকিস্তানের পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র সচিবকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে তলব করবেন বলে জানান।

রাশিয়া-ইউক্রেট যুদ্ধের খবর ছাপিয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে বড় শিরোনাম ইমরান খানের গ্রেফতার। জিও নিউজ ও ডন এ খবর দিয়ে বলছে, তাকে আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেপ্তার করেছে রেঞ্জার্স। সেখানে তারা তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) তাৎক্ষণিকভাবে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।