1. [email protected] : thebanglatribune :
আইরিশদের বিপক্ষে আজ মাঠে নামবেন টাইগাররা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৫, ২০২৩ | ১০:২৩ অপরাহ্ণ

আইরিশদের বিপক্ষে আজ মাঠে নামবেন টাইগাররা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, মে ৯, ২০২৩

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে গেল মাসে দাপট দেখিয়ে জয়ের পর এবার ফিরতি সফরে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ইংল্যান্ডের এই মাঠটি বাংলাদেশের একটি ইতিহাসের সাক্ষী। কারণ এ মাঠেই বাংলাদেশের ১৯৯৯ বিশ্বকাপে অভিষেক হয়েছিল। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মতো বিশ্বকাপের ম্যাচ খেলেছিল আমিনুল ইসলামের নেতৃত্বে থাকা টাইগার দল। দীর্ঘ ২৪ বছর পর আবার এ মাঠে নামছেন টাইগাররা। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে এ ম্যাচ। তবে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সিরিজটি সম্প্রচারের দায়িত্ব নেয়নি তাই টিভিতে দেখা যাবে না। তবে এ খেলাটি বিনা মূল্যে দেখা যাবে আইসিসি টিভিতে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020