ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ভ্রমণ হোক নারীর জন্য স্বস্তিদায়ক

বাংলা ট্রিবিউন
মে ৭, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

স্বস্তিদায়ক ভ্রমণের জন্য এবং পিরিয়ডকালীন দুর্ভোগ এড়াতে গণপরিবহনে স্যানিটারি ন্যাপকিনের সরবরাহ থাকা বাস্তবসম্মত ও সুচিন্তার প্রতিফলন। পিরিয়ড ট্যাবু নয়। পিরিয়ড নারীর জীবনের স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ। এটা সমস্যা নয়, বরং নারীর আর পাঁচটা বিষয়ের মতো একটা প্রাকৃতিক বিষয়। আপনি, আমি এবং আমাদের অস্তিত্বের জানান দেয় পিরিয়ড। নারীদের জন্য এটা অনিবার্য সত্য হলেও নিষিদ্ধ হিসেবে উপস্থাপন করা হয় সমাজে। প্রতি মাসের প্রায় পাঁচ-সাত দিন একটু ভিন্ন সময়ের মধ্যে কেটে যায়। বিশেষ  সময়ে ভালো থাকতে দরকার স্বস্তিদায়ক পরিবেশ। কিন্তু সামাজিক ট্যাবুর কারণে সেই পরিবেশ তৈরি করতে আমরা অক্ষম। এমনকি যোগাযোগব্যবস্থার ক্ষেত্রেও। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার পরিবহনে যাতায়াতের সময়। কারণ আমাদের এখন পর্যন্ত  বাস, ট্রেন ও অন্যান্য যাতায়াতব্যবস্থায় নারীর জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা নেই। সেই সময় যদি পিরিয়ড শুরু হয়, তখন বিড়ম্বনায় পড়তে হয়। একদিকে সামাজিক ট্যাবু, তার সঙ্গে আমাদের অপ্রতুলতা, দুই মিলে প্রবাহিত হয় ভিন্ন ধারা। নারীর বিচরণ যখন ঘরে-বাইরে, তখন আমাদের চিন্তা-চেতনার পরিবর্তন দরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।