ভ্রমণ হোক নারীর জন্য স্বস্তিদায়ক

স্বস্তিদায়ক ভ্রমণের জন্য এবং পিরিয়ডকালীন দুর্ভোগ এড়াতে গণপরিবহনে স্যানিটারি ন্যাপকিনের সরবরাহ থাকা বাস্তবসম্মত ও সুচিন্তার প্রতিফলন। পিরিয়ড ট্যাবু নয়। পিরিয়ড নারীর জীবনের স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ। এটা সমস্যা নয়, বরং নারীর আর পাঁচটা বিষয়ের মতো একটা প্রাকৃতিক বিষয়। আপনি, আমি এবং আমাদের অস্তিত্বের জানান দেয় পিরিয়ড। নারীদের জন্য এটা অনিবার্য সত্য হলেও নিষিদ্ধ হিসেবে উপস্থাপন করা হয় সমাজে। প্রতি মাসের প্রায় পাঁচ-সাত দিন একটু ভিন্ন সময়ের মধ্যে কেটে যায়। বিশেষ  সময়ে ভালো থাকতে দরকার স্বস্তিদায়ক পরিবেশ। কিন্তু সামাজিক ট্যাবুর কারণে সেই পরিবেশ তৈরি করতে আমরা অক্ষম। এমনকি যোগাযোগব্যবস্থার ক্ষেত্রেও। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার পরিবহনে যাতায়াতের সময়। কারণ আমাদের এখন পর্যন্ত  বাস, ট্রেন ও অন্যান্য যাতায়াতব্যবস্থায় নারীর জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা নেই। সেই সময় যদি পিরিয়ড শুরু হয়, তখন বিড়ম্বনায় পড়তে হয়। একদিকে সামাজিক ট্যাবু, তার সঙ্গে আমাদের অপ্রতুলতা, দুই মিলে প্রবাহিত হয় ভিন্ন ধারা। নারীর বিচরণ যখন ঘরে-বাইরে, তখন আমাদের চিন্তা-চেতনার পরিবর্তন দরকার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *