নিজস্ব প্রতিবেদকঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে শুক্রবার সকালে স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৭ হাজার ২৭৪ জন প্রার্থী। এদিনের পরীক্ষায় ৩ জন প্রার্থী বহিষ্কৃত হয়েছেন।
৭৮ হাজারের বেশি প্রার্থী স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন প্রায় ২১ হাজার প্রার্থী। ২০ হাজার ৯৬৯ জন স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষা দেননি। আগামীকাল শনিবার আটটি বিভাগীয় শহরে কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় ৭৩ হাজার ১৯৩ জন প্রার্থীর অংশ নেয়ার কথা আছে।
তিনি জানান, শুক্রবার ১৭তম নিবন্ধন লিখিত পরীক্ষার প্রথম দিনে স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ৮টি জেলায় অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ২৪৩ জন। তার মধ্যে উপস্থিত ছিলেন ৫৭ হাজার ২৭৪ জন, অনুপস্থিত ২০ হাজার ৯৬৯ জন, বহিষ্কার ৩ জন। আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
জানা গেছে, আটটি বিভাগীয় শহরের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আট বিভাগীয় শহরের ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল শনিবার কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।