আকাশে মিটিমিটি মেঘ ভোরে দেখা গেলেও আস্তে আস্তে রোদ উঁকি দেয়। তাকায় আপনার দিকে। আর এই চাহনিতে কপাল ও নাকের দু’পাশে সমানে তেল গড়াতে শুরু করে। এমন পরিস্থিতি অন্তত নাটকীয় নয় বিব্রতকর। এই সমস্যায় মেকাপ যায় গলে। ত্বকও ভীষণ ক্লান্ত মনে হয়। অনুজ্জ্বলতা তো একটি সমস্যা হয়ই। অর্থাৎ আপনার স্কিনকেয়ার রুটিনে বদল আনাটা জরুরি। ম্যাটফিনিশ লুকের জন্য তবে কি করা যায়? আপনাকে স্কিনের কেয়ারের দিকে মনোযোগ দিতে হবে। সেজন্য সামান্য কিছু বিষয়ে মনোযোগ বাড়াতে হবে। সেগুলো হলো:
যখন নাকের দুপাশে তেল জমবে হ্যান্ডব্যাগ থেকে টিস্যু বের করে নিন। মুখের উপর টিস্যু চেপে ধরে রাখুন। ভুলেও ঘষবেন না ঘষলে মেকাপ উঠে যাবে। কপালের ক্ষেত্রেও একই কাজ করবেন। মনে রাখবেন, ওপেন পোরসের সমস্যা থাকলে প্রচুর সিবাম বের হয়। টিস্যু দিয়ে এসব সিবাম দূর করা যায়।
রোদ মানেই সানস্ক্রিন
রোদের হাসি মানে সানস্ক্রিনের ব্লক। সানস্ক্রিন আপনার ত্বককে সূর্যের অতিবেগুনী রশ্মী থেকে রক্ষা করে। রোদে বের হওয়ার অন্তত আধঘণ্টা আগে সানস্ক্রিন মেখে নিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।