চলতি মাসেই শুরু হতে যাচ্ছে নারী ফুটবলের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ‘ওমেনস সুপার লিগ’। তবে ১৫ মে লিগ শুরুর কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে কিছুদিন। এরই মাঝে আয়োজক বাফুফে ও কে-স্পোর্টস আজ সোমবার (১ মে) রাজধানীর এক হোটেলে উন্মোচন করলো টুর্নামেন্টের বল ও ট্রফি।
চারদল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ওমেনস সুপার লিগের অফিসিয়াল বলের নাম দেওয়া হয়েছে ‘অস্ত্র’। ভারতের ক্রীড়াসামগ্রী নির্মান প্রতিষ্ঠান নিভিয়া স্পোর্টসের বিশেষভাবে তৈরিকৃত এই বল ফিফা অনুমোদিত। আর ফিফা অনুমোদিত কোন বলে প্রথমবার থাকছে বাংলায় লেখা নাম।
ওমেনস সুপার লিগের ট্রফি নির্মিত হয়েছে ইংল্যান্ডে। ১৮ ক্যারেট সোনা, কপার ও সিলভার দিয়ে তৈরিকৃত ট্রফিটির দৈর্ঘ্য ২২ ইঞ্চি।