সম্প্রতি মিসেলার ওয়াটার ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। অবশ্য রূপচর্চার জগতে এটি বহু আগে থেকেই বিখ্যাত। তুলোর বলে এই পানি নিয়ে মুখে ভালো করে বুলিয়ে নিতে হবে। এই পানি আপনার ত্বকের সব ময়লা দূর করবে। ফলে রোদেও আপনি ধরে রাখতে পারবেন ম্যাট ফিনিশ।
মুখ বারবার ধুতে হবে না
অনেকের একটি বাজে অভ্যাস থাকে। ঘন ঘন ফেসওয়াশ ব্যবহার করা ও বারবার মুখ ধুয়ে তেল দূরে থাকে। এমনটা করলে ত্বকের প্রাকৃতিক তেলও নষ্ট হয়ে যায়। দিনে দুবার মুখ ধুলেই যথেষ্ট। এক্ষেত্রে হালকা কোনো ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করুন।
এক্সফোলিয়েট বেশি করার প্রয়োজন নেই
সপ্তাহে দুবারের বেশি ত্বক এক্সফোলিয়েট করতে নেই। স্ক্রাবার আপনার ত্বকে বেশি চাপ দিলে ত্বকের তেলতেলে ভাব থেকে যায়। আলতোভাবে স্ক্রাবার ঘষুন।
হালকা ময়েশ্চারাইজার রাখুন
ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার রাখুন সঙ্গে। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে জেল বেস বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এভাবে রোদে তৈলাক্ত তেলের সমস্যা হবে কম এবং ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।