1. [email protected] : thebanglatribune :
প্রভাষক নিয়োগ দিবে মোশারফ স্কুল এন্ড কলেজ - The Bangla Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৩ | ৩:৪১ অপরাহ্ণ

প্রভাষক নিয়োগ দিবে মোশারফ স্কুল এন্ড কলেজ

  • প্রকাশের সময় : শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

৬ষ্ঠ-দ্বাদশ শ্রেণীতে পাঠদানে সক্ষম মোশারফ স্কুল এন্ড কলেজে কয়েকটি বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

পদের বিবরণ: 

ইংরেজি- ২জন, গণিত-২জন, হিসাববিজ্ঞান- ১ জন, পদার্থ- ১ জন, রসায়ন- ১জন, উচ্চতর গণিত-১জন, কম্পিউটার অপারেটর-১জন (বিষয়ভিত্তিক অনার্স পাস)।

বেতন আলোচনা সাপেক্ষে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের  বিশেষ সুবিধাসহ আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।

আগ্রহী পার্থীদেরকে আগামী ২৮ এপ্রিল ২০২৩খ্রি: ৫ মে ২০২৩ খ্রি: এবং ১২ মে ২০২৩ তারিখের যেকোন একদিন বিকাল ৩.০০ টায় সকল শিক্ষাগত সনদসহ সাক্ষাতের জন্য অনুরোধ করা যাচ্ছে এবং CV মেইল করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ:- মোশারফ স্কুল এন্ড কলেজ, সেক্টর ১০, রোড: ০১, ফুলবাড়িয়া, তুরাগ (উত্তর), ঢাকা

ইমেইল: [email protected]

মোবাইল:- 01736153443, 01644442930, 01974011304

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020