1. [email protected] : thebanglatribune :
আজ আবহমান বাংলার চৈত্রসংক্রান্তি - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১১:০৯ পূর্বাহ্ণ

আজ আবহমান বাংলার চৈত্রসংক্রান্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩

আজ আবহমান বাংলার চৈত্রসংক্রান্তি। বাংলা সনের সবশেষ মাস চৈত্রের শেষ দিন, ঋতুরাজ বসন্তেরও।’ জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, মুছে যাক গ্লানি’—এমত গভীর প্রণতির ভেতর রাত পোহালেই নতুন দিন। পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে ভোরের নরম আলো রাঙিয়ে দেবে চরাচর, স্বপ্ন, প্রত্যাশা। নব সম্ভাবনায় সূচিত হবে নববর্ষ। আজ বৃহস্পতিবারের প্রভাতে যে ‘রবির কর’ পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে উদিত হয়েছে, তা বঙ্গাব্দ ১৪২৯ এর শেষ সূর্যোদয়। এক ক্রান্তি হতে উঠে আরেক ক্রান্তিতে সংক্রান্তি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020