1. [email protected] : thebanglatribune :
বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান - The Bangla Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ

বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীতশিল্পীর বাবা সানাউর রহমান খান।

বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। তার দাফনের বিষয়ে পরে জানানো হবে।

গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিলো। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার (১২ এপ্রিল) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020