নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তদন্ত কমিটি।
মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেল ৫টায় তদন্ত কমিটির সভাপতি ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। পরে এ ঘটনা তদন্তে ডিএসসিসি ৮ সদস্যের কমিটি গঠন করে। এরপর ওই কমিটি প্রতিবেদন তৈরি করে।