1. [email protected] : thebanglatribune :
শিক্ষক নিয়োগ দিবে দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৩ | ৪:০২ অপরাহ্ণ

শিক্ষক নিয়োগ দিবে দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩

দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসায় সরকারি বিধি মোতাবেক ইবতেদায়ী প্রধান, নবসৃষ্ট পদে কম্পিউটার ল্যাব-অপারেটর, ল্যাব-সহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া ১ জন করে আবশ্যক।

আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র ১০০০ টাকার অফেরতযোগ্য অনলাইন জমা রসিদসহ (সোনালী ব্যাংক লিঃ, ভেদরগঞ্জ শাখার চলতি হিসাব নং-২১০২২৩৩০০২৮৯৯ নম্বরে) সুপার বরাবর আবেদন করতে হবে।

যোগাযোগ:- সুপার, দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসা, পোঃ+উপজেলা- ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর।

মোবাইল:- 01712348390

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020