ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করা প্রয়োজন মোঃ কামাল উদ্দিন

বাংলা ট্রিবিউন
এপ্রিল ১১, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে অপার সম্ভাবনাময় এক দেশ আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে নানা প্রতিকূলতা মোকাবিলা করে দেশটি একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় দেশটি এখন আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুনাম ছড়াচ্ছে। দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা, তথ্য ও প্রযুক্তির উদ্ভাবনে যে অগ্রগতি লাভ করেছে তা চোখে পড়ার মতো। এই উন্নয়ন বা অগ্রগতি প্রতিটি নাগরিকের নিরলস প্রচেষ্টার ফসল। এই উন্নয়নের ধারা আগামীতেও বজায় রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। দেশের উন্নয়নে প্রতিটি নাগরিককে অবদান রাখতে হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার তার এক বক্তৃতায় বলেছিলেন, ‘আমার দেশে সম্পদ আছে আর সেই সম্পদ হলো আমার দেশের মানুষ।’ আমাদের দেশে এত জনবল থেকেও তাদেরকে ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না। এর কারণ হলো, দক্ষ জনশক্তির অভাব এবং বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া। বিবিএসের সর্বশেষ তথ্যমতে, দেশে এখন ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এই সংখ্যাকে মোটেও সহজ করে দেখার সুযোগ নেই। দক্ষ জনশক্তি একটি দেশের জন্য যেমন আশীর্বাদ, তেমনি বেকার জনগোষ্ঠী দেশের জন্য অভিশাপ। আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত এই বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করা। চাইলেই কেউ বেকার থাকতে পারবে না—এমন নীতিতে আসতে হবে। আমাদের দেশে যত বেকার আছে, তার সিংহ ভাগই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, অর্থাৎ এই বেকারত্বের প্রবণতা শিক্ষিত মানুষের মধ্যে বেশি, অথচ এই শিক্ষিত জনগোষ্ঠীকে চালকের আসনে থাকার কথা ছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। এই বেকারত্বের সঙ্গে যুদ্ধ করে অনেকে পরাজিত হয়ে শেষমেশ আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। নিজের লক্ষ্য ও পরিবারের প্রত্যাশা কোনোটাই যখন পূরণ হয় না, তখনই এসব খারাপ চিন্তা তাদের মস্তিষ্কে প্রভাব বিস্তার করতে শুরু করে। কিন্তু এখন আর সেই সুযোগ কাউকে দেওয়া উচিত নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।