ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

বিএনপির প্রতি সরকারের আক্রোশের মাত্রা বেড়েই চলছে: ফখরুল

বাংলা ট্রিবিউন
এপ্রিল ৩, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ কারণে মিথ্যা মামলা দিয়ে কারাগারগুলো ভরে ফেলাসহ বিএনপি নেতা-কর্মীদের নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানকে গ্রেপ্তার ও পিরোজপুরের ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী। তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এর ওপর আওয়ামী দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংস্রতায় দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররুপে আবির্ভূত হয়েছে। গোটা দেশটাই যেন আওয়ামী মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমি অবিলম্বে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানের নিঃশর্ত মুক্তি এবং পিরোজপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।