অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিবে ধরিলগাতী হাফেজিয়া মহিলা আলিম মাদরাসা

ধরিলগাতী হাফেজিয়া মহিলা আলিম মাদরাসায় (প্রস্তাবিত), সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ২০১৮ অনুযায়ী নিম্নলিখিত পদসমূহে নিয়োগ দেওয়া হবে।

অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক: বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস একজন করে, আরবি প্রভাষক চারজন, আলিম ক্বারি, প্রদর্শক, করণিক, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী একজন করে।

আগ্রহী প্রার্থীদেরকে  বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০ টাকার পোস্টাল অর্ডারসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই ৷

যোগাযোগ:-সভাপতি, ধরিলগাতী হাফেজিয়া মহিলা আলিম মাদরাসা, ডাক, মাগুরাহাট, উপজেলা: অভয়নগর, জেলা: যশোর

মোবাইল:- 01799364415, 01712172464

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *