সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিবে বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বপার্শ্বে মাধ্যমিক পর্যায় এমপিওভুক্ত বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়ে সরকরি বিধি মোতাবেক  শূন্য কয়েকটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে ।

পদের বিবরণ

১। সহকারী প্রধান শিক্ষক – ১ জন
২।কম্পিউটার ল্যাব অপারেটর  – ১ জন
৩। অফিস সহকারী-কাম-হিসাব সহকারী -১ জন
৪। নিরাপত্তাকর্মী – ১ জন
৫। নৈশ প্রহরী – ১ জন

আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি ছবিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র বিদ্যালয় সভাপতি বরাবর আগামী ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে বিদ্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, আবেদনপত্রের সাথে বিদ্যালয় বরাবর ১ নং ক্রমিকের জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ২ নং এর জন্য ১০০০/- ( এক হাজার) ও ৪,৫ নং এর জন্য ৫০০/- (পাঁচশত) টাকা অফেরতযোগ্য পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

যোগাযোগ:- সভাপতি, বাওথার মোমেছা বেগম উচ্চ বিদ্যালয়, কাঁচকুরা, উত্তরখান, ঢাকা
মোবাইল:- 01711526829

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *