1. [email protected] : thebanglatribune :
উপাধ্যক্ষ নিয়ােগ দেবে বাড়ৈগাঁও জামিউল উলুম সিনিয়র আলিম মাদ্রাসা - The Bangla Tribune
অক্টোবর ১, ২০২৩ | ১০:২২ পূর্বাহ্ণ

উপাধ্যক্ষ নিয়ােগ দেবে বাড়ৈগাঁও জামিউল উলুম সিনিয়র আলিম মাদ্রাসা

  • প্রকাশের সময় : রবিবার, অক্টোবর ৩০, ২০২২

সর্বশেষ বিধি মােতাবেক  নরসিংদী জেলার বাড়ৈগাঁও জামিউল উলুম সিনিয়র আলিম মাদ্রাসায় একজন উপাধ্যক্ষ ও একজন অফিস সহকারী- কাম – হিসাব সহকারী নিয়ােগ করা হবে।

আগ্রহী প্রার্থীদের উপাধ্যক্ষ পদে ১০০০ টাকা ও অফিস সহকারী – কাম হিসাব সহকারী পদে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট, ২কপি ছবি ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর  আবেদন করতে হবে। আবেদনের শেষ তাং ০১-১২-২০২২।

( উল্লেখ্য যে,  অফিস সহকারী পদে – এবং কাম – হিসাব সহকারী পদে ৫০০ টাকা  পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়ােজন নেই।

যােগাযােগ: অধ্যাক্ষ, বাড়ৈগাঁও জামিউল উলুম সিনিয়র আলিম মাদ্রাসা, পো: সাতপাড়া, উপজেলা : শিবপুর জেলা : নরসিংদী মােবাইল ০১৭১৪-২৮৭৪৫৩

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020