৮জন প্রভাষক নিয়োগ দিবে আমখোলা কলেজ

সরকারি বিধিমোতাবেক আমখোলা কলেজে বিজ্ঞান শাখায় নিবন্ধনধারী শিক্ষক ও ডেমোনেস্টাটার নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ:

১. পদার্থবিজ্ঞান
২. রসায়ন
৩. জীববিজ্ঞান
৪. উচ্চতর গণিত
৫. ল্যাব সহকারী-৩ জন
৬. ৪র্থ শ্রেণির কর্মচারী-৩ জন
৭. অফিস সহায়ক-১ জন
৮. মানবিক শাখায় : অর্থনীতি বিষয়ের নিবন্ধনধারী শিক্ষক নিয়োগ করা হবে।

শিক্ষক এবং ডেমোনেস্টাটার আবেদনের ক্ষেত্রে ১০০০/- টাকার অফেরতযোগ্য ডিডি/পে-অর্ডার এবং ল্যাব সহকারী ও ৪র্থ শ্রেণির কর্মচারীর আবেদনের সাথে ৫০০/- টাকার অফেরতযোগ্য ডিডি/পে-অর্ডার সংযুক্ত, করতে হবে।

আবেদনকারীদের পত্রিকায় প্রকাশের ১৫ দিনের মধ্যে ২ কপি ছবিসহ অধ্যক্ষের বরাবরে লিখিত আবেদন করতে বলা হলো।

যোগাযোগ : অধ্যক্ষ, আমখোলা কলেজ, ডাকঘর -আমখোলা, উপজেলা-গলাচিপা, জেলা-পটুয়াখালী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *