মহব্বতপুর মদিনাতুল উলুম দাখিল মাদরাসায় ২০১৮ সালের সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর(কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসি/সমমান, ১জন ল্যাব সহকারী (বিজ্ঞান বিভাগে দাখিল/এসএসসি/সমমান দ্বিতীয় বিভাগ), ১জন পরিচ্ছন্নতাকর্মী ও ১ জন আয়া (জেডিসি/জেএসসি/সমমান) আবশ্যক। (৩য় বার নিয়োগ)
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে ৫০০/- টাকার পোস্টল অর্ডার (অফেরতযোগ্য)ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর আবেদন করুন।
পূর্বের আবেদনকারীদের তৃতীয়বার আবেদনের প্রয়োজন নেই।
যোগাযোগ : সুপার, মহব্বতপুর মদিনাতুল উলুম দাখিল মাদরাসা, ডাকঘর: করমুল্যা বাজার, উপজেলা: সদর, জেলা: নোয়াখালী।