1. [email protected] : thebanglatribune :
রোভারপল্লী ডিগ্রি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৫, ২০২৩ | ১১:১৫ অপরাহ্ণ

রোভারপল্লী ডিগ্রি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

সরকারি নিয়োগ বিধি এবং এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী রোভারপল্লী ডিগ্রি কলেজে শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ:

১. ল্যাব সহকারী (রসায়ন)১জন

২. ল্যাব সহকারী (তথ্য ও যোগাযাগ প্রযুক্তি) ১জন

৩. অফিস সহায়ক ১জন। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সদ্যতোলা  পাসপোর্ট সাইজে ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার মূলসনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যাতি ফটোকপি এবং মিডল্যান্ড ব্যাংক লিঃ, মির্জাপুর বাজার শাখা, গাজীপুর এর অনুকূলে অধ্যক্ষ বরাবর ৫০০/- (পাঁচশত)টাকার অফেরতযোগ্য ব্যাংকড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করতে হবে।

যোগাযোগ : অধ্যক্ষ, রোভারপল্লী ডিগ্রি কলেজ, গাজীপুর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020