জলবায়ু পরিবর্তনঃ আকতারুল ইসলাম

জলবায়ু পরিবর্তনঃ আকতারুল ইসলাম

জলবায়ু পরিবর্তন
আকতারুল ইসলাম
০৮ আগস্ট, ২০২২, রংপুর।
পুড়ছে মোর অবলা বাংলা জননী
পুড়ে যাচ্ছে পুরো ভারত বর্ষ।
পুড়ে যাচ্ছে মরুভূমির আরব বিশ্ব
তাপদাহে বাড়ছে বসুধার কষ্ট।
ইউরোপে আজ আগুন লেগেছে
পুড়ে ছারখার বিস্তীর্ণ বনভূমি
গরিব দেশের পুঞ্জীভূত অভিশাপে
উন্নত বিশ্ব হতে চলেছে মরুভূমি।
শিল্পোন্নত ইউরোপ ও আমেরিকা
পরিবেশের হেনেছে বিপর্যয়।
গরিব দেশের চলমান ভোগান্তিতে
তাদের হয়নি সামান্য বোধদয়।
যুদ্ধের নেশায় মারণাস্ত্রের গর্জনে
ধরনী করেছে সদা প্রকম্পিত।
মানবজাতির জীবননাশের বিশ্ব যুদ্ধে
পরিবেশের ভারসাম্য লঙ্ঘিত।
পৃথিবীর ওজন স্তরে ফাটল ধরেছে
বিজ্ঞানীদের মাঝে বেড়েছে শঙ্কা।
বিশ্ব মোড়লদের তাতে থোড়াই কেয়ার
শুভবুদ্ধির চর্চায় এসেছে মন্দা।
শিল্পোন্নত দেশের উন্নতি সাধনে
কার্বনের বেড়েছে নিঃসরণ।
বিশ্বের গড় তাপমাত্রার ব্যাপক বৃদ্ধি
ঘটিয়েছে জলবায়ুর পরিবর্তন।
সাগর পৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধিতে
দ্বীপ রাষ্ট্রগুলো যাবে তলিয়ে।
লক্ষ কোটি বাস্তুহারার সলিল সমাধি
অসীম দিগন্তে যাবে মিলিয়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *