সরকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি মোতাবেক জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদরাসায় শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। (নিয়োগ ২য় বার)
পদের বিবরণ:
১. অধ্যক্ষ ০১ জন
২. নবসৃষ্ট পদে ০১ জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (আরবি কম্পিউটার অপারেটিং-এ দক্ষতা আবশ্যক)
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও অধ্যক্ষ পদে ২,০০০/= টাকা এবং অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১,০০০/= টাকা অফেরতযোগ্য ব্যাংকড্রাফটসহ সভাপতি বরাবর দরখাস্ত আহবান করা হলো।
যোগাযোগ : সভাপতি, জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদরাসা, ডাক- চালকিডাঙ্গা, উপজেলা- মণিরামপুর, জেলা- যশোর।
মোবাইল : ০১৭১১-৯৫০০২৮