1. [email protected] : thebanglatribune :
বিদ্রোহের ডাক আকতারুল ইসলাম - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৭:৪৮ পূর্বাহ্ণ

বিদ্রোহের ডাক আকতারুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, আগস্ট ২৮, ২০২২

বিদ্রোহের ডাক

আকতারুল ইসলাম

২৮ আগস্ট, ২০২২, রংপুর।

 

ওরে! ও চা শ্রমিকের দল

তোরা ওদের জাপটে ধর।

এবার তবু অগ্নি হাতে রাতুল চোখে

পাষন্ডদের গর্দানটা জোরসে ধর চেপে।

দোহাই এবার মা লক্ষ্মীর দিব্বি কেটে

অধিকার আদায়ের দৃঢ় মন্ত্র পড় জপে।

ওরে! ও ওরে হতভাগা শ্রমিকের দল,

আজকে তোরা ওদের জাপটে ধর।

আর কতকাল সইবি ব্যথা,

ললাটে তোদের দুঃখ গাঁথা।

মাথার ঘাম পায়ে যায় শুকিয়ে

রক্তের ফোঁটা পানি করে বাতাসটা দেয় উড়িয়ে।

আর কতকাল যাতার কলে

মরবি তোরা ভাই পিষ্ঠ হয়ে!

দোহাই লাগে এবার বিদ্রোহের মন্ত্র পড়

সদলবলে টগবগিয়ে ওদের তোরা জাপটে ধর।

নীলকরদের শাবক ওরা

তোদের বুকে মারে ছোরা।

তোদের রক্তে রোজ হোলি খেলে

টাকার পাহাড় গড়ছে নয়ল মেলে।

পেশি শক্তির ক্ষয়ে তোদের অবস্থা আজ কঙ্কালসার

নামমাত্র মূল্যে দিয়ে ওরা করছে এলাহী কারবার।

বাঁচতে হলে আজকে বিপ্লবের মন্ত্র পড়

গরীব মারার কুশীলবদের তোরা জাপটে ধর।

ওরে!, অভাগা শ্রমিক দল

তোরা ওদের জাপটে ধর।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020